জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

রুমা ঢ্যাং অধিকারী




দিনান্ত


১৩/ 
দায়িত্বের আত্মহননের পালায় উগরে দিচ্ছ 
                                                  দ্বিতীয় জন্ম 
এমন প্রতিটা শব্দ শিরদাঁড়ায় রেখে ভেবে চলেছি 
আয়নায় যারা মুখ দেখে না 
                 তাদের নিয়োগ নিয়ে আমি সন্দিহান হব

যাওয়ার সময় তীর্যক চাউনি যে আন্তরিকতার কথা বলে গেল 
তাকে আমি বিকেলের নিভানো উত্তাপে রাখতে চেয়েছিলাম 
অথচ মৃত ভেবে তুমি মেঘ ভাসাতে চলে গেলে 

জামার ভেতরে ও বাইরে গনগনে আঁচ
এমন অগ্নিসাক্ষী করেই কামারশালায় রোজ রোজ বলিদান পর্ব চলে
আর লোহার থেকে ভারি হয়ে আমি চালের ঋণ বাড়াই

তুমি দম্ভের গায়ে সিগন্যাল বিনিময় করছিলে


২৯/০৪/২০১৮
রাত - ৮.৪০ 





১৪/   
বিকেলের মৃতদেহ থেকে ফিরে আসছে 
                                 ভেড়া ও টাট্টুঘোড়া 
তাদের ছায়া থেকে জানা যাচ্ছে 
          ঝড়ের মধ্যের প্রবল চাপের ঘটনাবলী
কানের পিঠে দুল লাগিয়ে তবু বসে আছি বিশৃঙখলায় 
আর কোশা থেকে শান্তি আওড়াচ্ছি

সারাদিন আমাদের কথাবার্তায় হাল ছাড়া শব্দ নিয়ে 
      প্রস্তাব এসেছিল কয়েকপশলা বৃষ্টির
আঙুলে জড়িয়ে ঝরে পড়ার শব্দে কোথাও দ্বিতীয় জন্মের পর 
                         মরে যাওয়া ছাতার বাঁটে
                             লেগে থাকবে কি হারমোনিয়াম সুর...


 ০২/০৫/২০১৮      
সকাল -   ১২.১০ 






১৫/   
একটা আমূল পরিবর্তনের জন্য 
    কিছুটা এগিয়ে যাওয়ার পাশাপাশি 
                আমাদের পিছিয়েও যেতে হয় 

এই আসা যাওয়ার পথেই একদিন আমরা
                                       বৃক্ষজাত হয়ে যাই
আর শীতার্ত থেকে উষ্ণতম দিন আসে 
এভাবেই আমার শহর প্রতিদিন নিরক্ষীয় হয়ে ওঠে

০৫/০৫/২০১৮
বিকেল - ০৪.০০






১৬/  
এভাবেই ছুঁয়ে থাকা শহরে নিত্য ছড়িয়ে পড়ছে
                                   দুর্মনা ও মেঘের ডাকটিকিট 
জল্লাদ নয় 
তবু কোন এক দুষ্টু ম্যাজিশিয়ানের লাঠির গায়ে ঘুরছে 
                      আনলিমিটেড মাংসের মৃতদেহ 
দূরপ্রান্তের দিকে সেসব আলিঙ্গন করে চেয়ে দেখছি 
ভাগাড় উলঙ্গ হতে হতে 
      ঢুকে পড়ছে শরীরের তিনতলায় 

স্তাবকেরা হাঁটা শুরু করলে 
আমি বিপরীত স্মরণ করি 
আর খাতায় লিখে রাখি 
     বেদনার নিজস্ব কোন রং নেই 

06/05/2018
রাত -  ৮.৩০ 




1 comment: