জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অভিজিৎ পাল




বাউল
====================


প্রান্তিক জীবন থেকে তুলে এনো শব্দ
যে শব্দ শুধু মুখে নয়, বাজতে জানে যন্ত্রে
যে ভাষা জানে বাদ্যের ধ্বনি
এনো সেই শব্দমঞ্জরী
এনো সেই সুর-ঝংকার
এসো প্রাণের উৎসবে মাটি মাখামাখি করে গাইব সে সুর
ঘিরি ঘিরি ঘিরি নাচব আনমনে
সাধনপথের বাঁকে আলাপের সময় মানুষের বন্দনা গাইব
গুরু হবেন গৌর, গৌর হবেন গুরু
মানুষে দেবতায় একাত্ম হয়ে যাবে আমাদের স্বরে-সুরে...








পরম্পরা
====================


আপন সাধন কথা গোপন করে রাখি
গুরু গোঁসাই পরীক্ষা করে দেখেন
সইতে পারি কিনা, সমস্ত প্রতিঘাত, সমস্ত কঠোরতা
হাতের ওপর খেলা করে একতারা, পায়ে হাসে ঘুঘুর
জীবনের গান গাই পথে ঘাটে
ভিক্ষার ঝুলি হাতে ভরে আনি যত নিরহংকার ছড়িয়ে আছে 
সাধনার বাঁকে বাঁকে
গুরু গোঁসাই হাসেন, চোখে তৃপ্তির হাসি
পরম্পরায় একটা একটা করে দাগ কাটে সুদীর্ঘ ভাবধারায়...








ঋণপত্র
===================


একটু একটু করে জমিয়ে রেখো ঋণগুলো
যতগুলো খুশি দিতে চেয়েছি সময়ে অসময়ে
পূর্ণ করেছ তুমি উজাড় করে ভালোবেসে
হয়েছ পরিপূর্ণতর
শিখিয়েছ পূর্ণ থেকে পূর্ণ নিলেও
পূর্ণই পড়ে রয়
তার ক্ষয় নেই, শেষ নেই
শূন্যের মতোই তার ব্যাপ্তি অসীমের পথে
প্রভু আমার, হৃদয়পতি,
জেনে রেখো তুমিও
প্রতিটি মানুষই বিচ্ছিন্ন দ্বীপের মতো একা

আমরা আশ্রয় প্রত্যাশী...















No comments:

Post a Comment