জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

শোভন মণ্ডল





আঙুল আলগা হলে
===================
              

এরপর কুয়াশায় হারিয়ে যাবে পথ
জোনাকিদের রতিক্রিয়া শেষ হলে ঝরে যাবে ম্যাপলের পাতা
নোনতা ফোঁটায় ভিজে যাচ্ছে নিষিদ্ধ রুমাল
জুড়িয়ে যাচ্ছে ধোঁয়ার কুন্ডলী
আদুরে ডাকনামে আনমনা পড়ন্ত বিকেল
দুটো লম্বা রেসের ঘোড়া এইমাত্র ছুঁয়ে ফেললো
অলৌকিক প্রাচীর


এখানেই মিলিয়ে যাচ্ছে ফিরে যাওয়ার ট্রেন
এখানেই আমরা বলেছি,  কে কতটা  দায়ী
আঙুল আলগা হলে এভাবেই
প্রেমের মৃতদেহ ছুঁয়ে আছি
                       দুই আততায়ী... 







No comments:

Post a Comment