জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

আফজল আলি





দমের চাবুক 
==================


ঘুম তো রাত্রির জন্য অনবদ্য 
কেঁপে ওঠে বুক 
বুকের ভিতর কথারা বিনষ্ট হয় 
ইশারা করি আমি 
মতাদর্শে ভেঙেছি তোমায় 
এখন তো অতিরিক্ত fear 
উড়ছে মেঘের ডেরায়
চিন্তা করো না মেরে ইয়ার 
অসম্পূর্ণ তলিয়ে গেলে 
আবার একলা সাঁটা
এ জীবন তো দমের চাবুক 
ঘুরতে ফিরতে রাত্রি ফাঁকা





দুর্লভের চোখগুলো 
=====================


মুরগিদের পালানো দরকার , কেন না ক্রমোজোম ছোট হয়ে আসছে 
ইতিহাসের গোড়ার দিকে সেই সব উদ্ভিদ ভুলবশত আবার 
যেন বিকেলের গোরু খালি পায়ে হাঁটে এবং চাবুক চালাতে এসেছে নির্যাতনের সরকার 

দুর্লভের চোখগুলো গুলি গুলি তাকায় 
ইদানিং ধর্ম কথাটা মাটি খুঁড়ছে বেশি 
আমার মনে হয় রাত্রে ওরাই অধিক অর্থহীন দূষণ 
জেলখানা যতিচিহ বাদুড়ের কামড় এমনি এমনি খায় 

নেতা হতে ইচ্ছা করে খুব , সম্পূর্ণ স্বাধীন 
প্রয়োজনে চোখ রাঙাব , প্রয়োজনে ষষ্ঠী-পুজো করব 
না না সে আমার ফেলে আসা ফণীমনসা নয় 
কব্জি ডুবিয়ে কসম খোদা , মিথ্যা মিথ্যা এ দৃঢ় অভিনয় 
কীভাবে বাড়ির কথা বলে দেওয়া যায় প্রকাশ্যে 
ওগো শুনছো , dirty linen কেচে দেব খর-শব্দে 

ছাগলের নিরিবিলি , মাফ চাওয়া নিরীহ গোলাম 
মনের যত কষ্ট কাঁদনে গ্যাসের হরিনাম 
বাঘ হয়ে দাঁড়িয়েছে কাছে 
কোয়েল পাখি , তুমিও বলছো , নিয়তি এক আশ্চর্য পরিণাম !!





শরীরে আলজাইমার 
=====================


আকাশে মেঘ জমেছে গলায় ক্যান্সারের জ্বালা 
শিক কাবাব খেও না তুমি, আরো তীব্র শোনো শরীরের আলজাইমার 
বারুদ ফুটছে , মন নাগাল্যান্ড 
বাষ্প চাপা দিচ্ছে জীবন আদপে বেসামাল 

ক্ষয়িষ্ণু রক্ত সঞ্চার মালিকানার ঊর্ধ্বে 
প্রবল ছাউনির সমারোহ এভাবেও ফিরে আসা যায় 
বাক্য বাতাসে ওড়ে, চাওয়া পাওয়ার মধ্যে 
এক ডজন ভূতের গল্প 
এখন তো নিয়ন বাতির আত্মপক্ষ সমর্থন নেই 
দুপুরে তাই খিদে পেলে খুব কী করি কী করি 
বোধের কথা হাঁসের ডিম পুনরায় চেয়ো না যেন

ধুলো মাখা পাপ নির্জনে কাঁদছে 
নিজের সাথে নিজের মুখোমুখি 
গতকাল ছাদের নীচে আকাহহশের বাষ্প ঢুকেছিল 
যেন কাঁদছিলাম খুব , কাঁদছিলাম খুব 
বিপন্ন হওয়ার থেকে আরো কত নিরুপায়












No comments:

Post a Comment