জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অভিষেক মিত্র




১)   বিপ্লবের হাতছানি
 =====================

অসুস্থ পাখির ডানার জোর আর কত,
প্রশ্নগুলো থেকে যায় নিশ্চুপ।
শিখরে বাতাস ছুঁয়ে দিয়ে যাবে নখ,
নিচে পড়ে ঐ অসুস্থ পাখি আর,
চোখ ধাঁধানো সাদা কাগজের স্তুপ।

আস্তে আস্তে শহরের ঘুম ভাঙে,
কালো মেঘগুলো খুলে দেয় আস্তিন।
পাখিটা দেখেছে আদিম যুদ্ধগুলো
তাই, বিপ্লবেও দাঁড়িয়েছে হাত ধরে,
আর,
নেমে এসেছে মুক্তির ড্রপসিন। 




২)    ধ্বংসস্তুপ
=================

এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখি,
ছড়িয়ে ছিটিয়ে সন্দেহ,
নিজেকে মরে যেতে দেখি বারবার,
একখানা কুকুরে খাওয়া মৃতদেহ।

ঠিক সেই সময়,

গোধূলি কেঁদে চলে অঝরে, মায়ের কোলে মাথা রেখে,
বলে দেয় সব কিছু; তোমায়।

সমুদ্রের পাশের সবচেয়ে সাদা বাড়িটায়,

মুখ ধুতে ধুতে আনমনে তাকাও...
হঠাৎ মনে পরে যাই আমি -
ক্ষণিকের কান্না, তারপর
নতুন প্রেমিকের সাথে চা খাও।

একটা অদম্য ইচ্ছে, টুপ করে আজ মন ছুলো,

কোথায় পুঁতে যাব -
আমার জীবনের ছড়ানো ছেটানো প্রেমগুলো?






No comments:

Post a Comment