জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অভিজিৎ দাসকর্মকার




১)    আমি আস্তে আস্তে শ্যাওলায় পরিনত হচ্ছি...
============================


আমার দ্বিতীয় সংস্করণ কাঙ্ক্ষিত 
প্রতিসৃত রাস্তার অবয়বে উদ্বেগী ছায়া জিন্দাবাদ দিচ্ছে ___
  কিন্তু কুঞ্জপথের আড়ালে শৈল্পিক বিবর্তনবাদ
অনাদি জন্মকান্ডের সংলাপ লেখে__

 প্রশ্নচিহ্নেই শব্দকোষ জিজ্ঞাসামুখি, 
     থাকবি তো?____

নতুন সমীক্ষারা গুণিতক বেঁধেছে___

  দুটি মেরুদণ্ডের একটি শব্দহীন নৈঃশব্দ্যে 
আর অন্যটি
  যুক্তাক্ষরে অনিবার্য সম্মোহন খুঁজে চলছে---

তোমায় মা বলেছি,...

  অমন ফুলের গন্ধের হাইফেন গুলোতে অস্থায়ী উদ্দিপনার ছত্রাক গজিয়ে উঠেছে?
  বলতে গিয়ে জিভ ক্রমশ ক্লীব হয়ে উঠুক___

স্নায়ুতন্ত্র ইস্তেহার জমা দিচ্ছে চৌহদ্দির ভিতর_
গলনাঙ্কের পরও উজ্জ্বল হচ্ছে আমার চশমায় ধরা পড়া বিপ্রতীপ কোণ___
    আমি আস্তে আস্তে শ্যাওলায় পরিনত হচ্ছি...









২)    চাঁদটিও তৃতীয় শূন্য লাগে
=======================


সমবেত হচ্ছে আমার চশমার বাছাইকরা কথারা 
নীলনদের ডিঙিনৌকার ছায়ায়-
        
     ফ্রেমটা নীল লণ্ঠনের আলোর ঝলক
      কিন্তু জিরো-পাওয়ারের-
      সাক্ষর দেয় আমার অন্তদ্বয় ভোটাধিকারের

আশ্চর্য!
নির্বাচন চিহ্নটি সাদা ---
আর তারই
পরিধি বরাবর না-বাচক তথ্যগুলো সন্ন্যাস শেখাচ্ছে...

অদৃশ্য যে সরলরেখাটি আমার সাথে হাঁটছিলো
তখন
উত্তরের মাঘীপূর্ণিমার চাঁদটিও তৃতীয় শূন্য লাগে নীলচশমার ক্রমিক গননায়

  তবে হাঁটতেই হবে 
  যতক্ষণ পর্যন্ত  মানচিত্রে সাবলীলভাবে 
  নবসংস্করণ তারই সংখ্যাসুমারি করবে...




No comments:

Post a Comment