জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সঙ্কর্ষণ




ব চরিত্র বাস্তবিক
===================

ঠিক যেই মূহুর্তে, শেষ বারের মতো
দেখা করতে আসা প্রেমিকার চোখ মুছিয়ে
বুকে ধরে সান্ত্বনা দিচ্ছিলো প্রেমিক... 
দেখতে গিয়ে ঈশ্বরের চোখ এড়িয়ে গেলো শিশুটি
চোখ মুছে নিয়ে উদ্যত মৃত্যুকে যে বলেছিলো, 
"এ সমস্তই আমি ঈশ্বরকে জানাবো"।

ঐশ্বরিক অনুতাপ কবিকে ছুঁয়ে গেলে
সে বেছে নিলো দ্বিতীয় ঘটনাটিই, 
কারণ দীর্ঘকালীন ইতিহাসের এই খাতাটি
একদিন ঠিকই চেয়ে নেবে কাল... 
প্রাকৃতিক দুর্যোগের খোঁজ রাখা আবহাওয়া দপ্তর
জানেনা, ঈশ্বর কেঁদে উঠলে ঝড় ওঠে কবিদের
মনের ভেতর... নিশ্চুপ দুঃখরা
নায়িকার মুখ জুড়ে মেঘ হয়ে থাকে।

অথচ এই অকাল বোমাবর্ষণ... 

ঈশ্বর দেখলেন, কিন্তু কিছু লিখলেন না।
কবি লিখলেন, কিন্তু কিছু দেখলেন না।

নিয়মিত দুজনেরই পুজো করে যারা
জানলোনা অজান্তে দুজনকে ছুঁয়ে গেলো দুজন...
পরদিন প্রথম পাতাতেই যেটারই খবর হোক
সবাই ভাবে, "পাঠক ঈশ্বর, পাঠকই ঈশ্বর"।
ততোক্ষণে আত্মহনন করে
ও'পারের দরজাতে দাঁড়িয়ে প্রেমিক... 
শিশুটি নাছোড়, ঈশ্বরকে সব নালিশ না করে
সে আজ কিছুতেই স্বর্গে যাবেনা।

হাজারও পাঠকের কোলাহলে
অঘোরে ঘুমন্ত কবিকে লক্ষ্য করেন ঈশ্বর।

তাহলে সেও কী জানেনা, 
নিয়মিত সাহিত্যসভায় যাতায়াত করলে
জগৎসভায় পারতপক্ষে আসন পাওয়া যায়না? 


স্পর্শক
====================


খালের ওপর সাঁকোর শেষে সিঁড়ির ধাপে একটি লোক, 
দিন তো গেছেই ফিরবেনা আর এবার না হয় সন্ধ্যে হোক।
আসল কথা লোকটি সেরম নেই তো কোনো কথার ঠিক, 
কেউ বা ভাবে হদ্দ কবি কেউ বা ভাবে দার্শনিক।

শূন্য সাঁকোর দুই ধারেতে কল্পনাদের খুনসুটি, 
ওপার থেকে আসছে 'নিখুঁত' এই পারেতে 'উন্নতি'।
নিখুঁত বলে, "উন্নতি ভাই তোমায় তো কেউ করছেনা"
উন্নতিও মুচকি হাসে, "খুঁত নিয়ে কে মরছেনা? "

গভীর খালের পলকা সাঁকো কে আগে যায় কে পরে
উন্নতিতে যায় গা ঘেঁষে নিখুঁত তাতে রাগ করে।
লোকটা জানে পথেই দুয়ের স্পর্শ হলে এই সেতু
বুঝবে, মানুষ ছুটছে কেন জীবনভরই কী হেতু?

অন্ধকারেও লোকটি দেখি সময় গোনে পার হবার
পাখনা মেলে কল্পনারা আকাশ বুকে নেই সবার।
দুজন আদৌ নেই, পার হলে পড়বে ফেটে উল্লাসে
যে বিন্দুতে দুই ছুঁয়ে যায় রাম বলো কী আল্লা সে।

সিঁড়ির ধাপে শুকনো চুলে বিড়বিড়ানো লোকটা ঐ
"পাতলা জাগা দুজন যাবে সাঁকোয় এমন জায়গা কই?"
"ছন্দটারই অভাব ব্যাটার, বেজায় কবির ভাব দেখি।"
"ছাড়ুন মশাই, হদ্দ পাগল সাঁকোর নড়ন থামবে কী? "








No comments:

Post a Comment