জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

কৌশিক চট্টোপাধ্যায়



রাতভর কবিতা
===================
            

একদিন রাতভর বসবো তোমার সাথে
গেলাসভরে কবিতা খাবো এন্তার  ,
শিশির চুঁইয়ে আসবে গাছের এলোচুল থেকে
সেখানে থাকবে তখন জোনাকি আর জলফড়িংয়েরা ; 
উন্মুক্ত আদিগন্ত মাঠে হবে কবিতার বাসরঘর  ,
মেঘের সাম্পানে আসবে মোচড়ানো কবিতারা
জীবনের যন্ত্রনায় নীল হয়ে যাওয়া কবিতা  ,
 রাজপথে  বেয়নটের মুখোমুখি দাঁড়িয়ে 
উদ্ধত যৌবনের কবিতা ;
একাকী থাকার কবিতা আর ভেসে যাওয়ার কবিতা একাকার হয়ে যাবে  ৷ 
রুপসাও চুপিচুপি এসে শুনবে কবিতার মজলিশ
আর কিছু পাখি রাতঘুম ভুলে 
গাছের পাতায় বসে কবিতার মদ খাবে  ৷

একদিন আমরা ঘরবার ভুলে কবিতায় পাগল হবো
অন্ততঃ একটা দিন সবকিছু ভুলে
রাতভর কবিতার রংয়ে রঙ্গীন হবো  ,
মাতাল হবো  , কবিতায় পাগল হবো  ৷




No comments:

Post a Comment