জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সুবীর ঘোষ





প্রকৃতিপাঠ

=====================


কলঙ্ক ছেটাতে এসে দুর্বিপাকে পড়ে গেল ‘ক’

‘খ’-য়ে খড়্গহস্ত হয়ে দাঁড়িয়ে ছিল 
যে খেজুরপাতারা

‘ক’-য়ের কান দিল মলে ।

এভাবে প্রকৃতিপাঠ হল সারা দেশ জাতি ও সৃষ্টির

সৃষ্টির আগে যারা ‘অনা’ বসায় ,

তারা বৃষ্টির আগেও ‘অনা’ পায় ।

অনাবশ্যক কাজেই মানুষের এত আগ্রহ হলে

ঋতায়ন মন কী করে সোনা বোনার কাজ করবে ?














No comments:

Post a Comment