জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

আবদুস সালাম




নষ্ট কথা
========================
         
  রঙিন চক দিয়ে লিখি রাতের ব্ল‍্যাকবোর্ডে শরীর আর মনের বেদনা
 নিজেরই অজান্তে নষ্ট হতে থাকি ক্রমশ:

অখাদ্য কুখাদ‍্য মুখে তুলি
 সঙ্গ দোষে সুপথ-কুপথ সব একাকার

 সারারাত শুনি ঝরা পাতাদের মর্মরধ্বনি
 প্রাগৈতিহাসিক নগরে বেজে ওঠে দুর্বহ জীবনের গান
বাঁধনহারা বাসনারা হৃদয়ের ভাঁজে ভাঁজে অবসাদের ঢেউ তোলে
 বিকেল রঙা স্বপ্ন গুলো সাঁঝালী  আলোয়  মুখ লুকোয় 








  লাজুক ভাবনা
=======================

       
   প্রতি দিনের সব খবরই অন্যথায় ভরা
 প্রতিক্ষ ণ  ঝরে পড়ে অবসাদ
 পৃথিবীর প্রতিটি বিশেষণ  অদিয়ে শুরু

 অসহমর্মীদোকানের ক্রেতা আমরা
অন্ত:স্বার শূন্যতায় ভরা স্বপ্নের বিকেল
 প্রতারণার রাত গভীর হলে পড়ে থাকে শূন্যমন
 অর্বাচীন নগর  আর্তচিৎকারে অবসন্ন হয়

 ঘরে কিংবা বাহিরে প্রতারিত হয়ে চলেছি ক্রমশ

 অসহিষ্ণুতার বাতাবরণে গর্জে উঠুক মানবতা
কুমারী মাঠে নেমে আসুক অচেনা সমৃদ্ধি
গুনগুনিয়ে উঠুক হৃদয় পুর 







No comments:

Post a Comment