জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অভিজিৎ দত্ত




অন্তহীন 
==================
                         

আকাশ থেকে তারা গোনার কাজটা 
কোপার্নিকাস এখনও শেষ করে উঠতে পারেনি ।

শব্দভেদী মায়াজালে মোহাচ্ছন্ন রক্তবীজের বংশধরেরা 
তখনও গুটিপোকা থেকে সুতো খুলে নিচ্ছিল,
আর রতিসুখের বিহ্বলতায় আবিষ্ট মেয়েটি
ভেবে চলছে পরবর্তী খদ্দেরটির কথা।

বিপন্ন চাহিদাগুলো অজানা আক্রোশে গুমরে উঠছে
অথচ নৈর্ব্যক্তিক নিরুপায়তায় মনুষ্যত্ব তখন সন্ধানহীন।

নিস্তব্ধ শব্দছায়ায় অনেক গল্প লুকিয়ে আছে 
স্লোগানবাজীর এই দুনিয়াতে মানবিকতা ডুব মেরেছে।

শিম্পাঞ্জির ঝাঁক দল বেঁধেছিল তাদের সীতামাঈয়াদের বাঁচাতে,
কিন্তু হনুমানের ল্যাজের আগুনে  মুখটাই পুড়িয়ে দিল।

আধুনিক রাবণের দল বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে 
এবং ভ্রাতৃপ্রাণ লক্ষ্মণ উর্মিলাকে ডিভোর্স  দিয়েছে।

মেরা ভারত মহান।









No comments:

Post a Comment