জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

তৈমুর খান




বাঘ
=================

সব খোলা দরজা দিয়ে বাঘ ঢুকে যায় হিংস্র বাঘেরা রাজনীতির পোষা বেড়াল

সুন্দর সুন্দর বেড়ালেরা আমাদের ঘরকন্নার বারান্দায় বসে লেজ নাড়ে

লেজগুলো কী সুন্দর পতাকা

বাতাসে আলোয় পত্ পত্ ওড়ে





আমিও দেবতা হয়ে যাই
===================


কখনো কখনো তুমি পরি
আমাদের সন্ধ্যাগুলি মনোরম হলে
তখন উন্মুখ হয়ে চেয়ে থাকি
ছেঁড়া কাগজের টুকরোগুলোও
           কীভাবে আশ্চর্য সব পাখি হয়ে ওড়ে

চন্দন গাছের নীচে আমি বসে থাকি
আর পৃথিবীটা ইচ্ছে মতো ঘোরাই




ক্রীতদাস
===================


নৌকাটি কাছে আনো
বহু দিন এপারেই থেকে গেছি
সঙ্গমের রোদে বৃষ্টির পতাকা ওড়ে
ভীরু চোখ কাঁপে বাক্যের সংযমে

সত্যকে গোপন করা কঠিন জেনেও
আজ ক্রীতদাস হয়ে তোমার দরজায়                                                      ফিরেছি

চাবুকের সমস্ত দাগ চেনাব তোমাকে
আমার সংগ্রহে সব মধ্যযুগ আছে



সব প্রেম খুন হয়ে গেছে
===================


কাঙাল বলে নীরব হতে থাকি
মানুষ হতে চেয়ে বার বার প্রশ্রয়
                               ভিখিরি

কোথাও হৃদয় নেই, হৃদয়ের ঘরদোর নেই           




সব প্রেম খুন হয়ে গেছে

গোপন প্রতারণাগুলি কখনো মরেনি
কখনো বদলায়নি স্বভাব

কোন দিকে কোন হাওয়া যায়
    কেউ বলে দিতে পারে?

কোন অস্ত্রশালায় শান দেয় তরবারি
কে জানতে পারে?

সব লীলা, সব অন্ধকার, মানুষের অবিরাম জ্বর

ব্যাকরণ সম্মত নীল সমাজগুলি অনির্বচনীয় ব্যজস্তুতি শিখে নেয়
তারপর প্রয়োগ ঘটায়

সম্মোহনের দায় থেকে মুখোশ পরে নেয়

রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকি

ধ্বসে পড়া তীরভূমি থেকে আসে হাহাকার












No comments:

Post a Comment