জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

বটু কৃষ্ণ হালদার




স্তব্ধতা
================


তুমি আমার চাঁদনী রাতের তারা ভরা নীল আকাশ,
উজানী খেয়ালের মাতাল ঢেউয়ের জলকেলির মাঝে 
উদাস মাঝি মল্লারের নিদারুণ দীর্ঘশ্বাস
কিভাবে ঢেউ গুনে গুনে মাঝি বৈতরণী পার করেছিল ভাবেনি কেউ
তোমায় ছাড়া নিঃসঙ্গ রাত কাটাবো ভাবিনি কখনো
স্তব্ধতায়, গভীর রাতে ছাদে গিয়ে দাঁড়াই,
শুনতে পাই শুনশান শহরের হৃদপিন্ডের করুন আর্জি
এভাবেই একা একা কাটিয়েছি কত রাত, তারা ভরা নীল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে
সবাই আপ্লুত জ্যোৎস্নায় সিক্ত হয়েছিল, শুধু আমি রয়ে গেলাম অববয় এর গভীর অন্তরালে।






No comments:

Post a Comment