জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

কার্তিক ঢক্




গোধূলির আগুন গাছ 
====================
           

পার্কের নষ্টালজিক চাঁদটির
কোনো ভয়-ডর নেই
কোনো বিবর্ণতা নেই-
অব্যাহত তার আলোর ধারাবিবরণী... 

দেদার জ্যোৎস্না ছুঁড়ে দিচ্ছে
নীলখোর বাতিস্তম্ভদের ল্যাপটপের
হলুদ খামে...

এমনি কতো বিকেল বেলার ছলাৎ         ছড়িয়ে দিয়েছে আলগোছে
যারা আজ পায়ের তলায় 
চাপা পড়ে ঘাস হয়ে আছে! 

গোধূলির দীর্ঘশ্বাস হারমোনিয়ামে ধরে
বুড়ি ছুঁয়ে ফিরে আসে
কিছু কক্ষভ্রষ্ট  স্মৃতির আগুন-গাছ...







 বড়শীকথার ইতিহাস 
====================
     

রজকিনি হাওয়া আছড়ে পড়ে 
চন্ডীদাস ফাৎনায়। 

নীলমাছ খেলা করে জলের গভীরে --
ওদের পাখনার গোলাপী রং
রোদের লজ্জা ভাঙে প্রতিদিন । 

বড়শীকথার ইতিহাস আজও হেঁটে যায়       জল ভেঙে-ভেঙে... 

প্রেম ও প্রেয়সীর গোপন বিন্যাসে--
 ছুৎমার্গের বুদবুদ নেই কোনো। 
 চাঁদ আর কলঙ্ক একই ঘাটে স্নান করে
বাউলের একতারায় ওড়ে ফেনা ও খুশবু।

পবিত্র রন্ধনশালায় আমাদের পরম-অন্ন...




 বিজনেস গ্রাফ
================
    

নীলছবির  বিজনেস গ্রাফের ওঠা দেখে
মুরুব্বি শালিকটি দোকানের শার্টার তোলে
ঘোলাজলে ছোঁ মারে গাংচিল
পুঁটিদের জটলা...
বাৎস্যায়নী ঝাপটে ওলট-পালট বিছানার চাদর মাঝরাতে ঝুমুর গায়...
পর্ণো-খাঁচায় গো-ডিম ভাঙা টিয়াটি
গোপী কৃষ্ণ নাম জানে না-
ভরদুপুরের আগুন নিয়ে খেলে!
উষ্ণ হাতের ছোঁয়ায় পুড়ে যাচ্ছে        নীদজলের স্বাদ
তানপুরার তারে পুরনো কান্না ঝরছে-
নতুন করে...







No comments:

Post a Comment