জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সুমন্ত কুন্ডু




প্রবাহ
========================


এই তো ছোট ছোট পায়ে চলতে চলতে

            বড় হয়ে উঠছে পৃথিবীটা ।

আবর্তন- প্রত্যাবর্তনের গতিপথে ঘুরতে ঘুরতে

            বৃদ্ধ হয়ে উঠছে প্রতিদিন ।



এমন করেই পাথর ক্ষয়ে ক্ষয়ে নুড়ি

            নুড়ি ক্ষয়ে ক্ষয়ে কাঁকর

            কাঁকর ক্ষয়ে ক্ষয়ে বালি

হয়ে শেষ হয়ে যাবে কোন পাহাড় ।



আবার নতুন পর্বত মাথা তুলে দাঁড়াবে

আচমকা কোন প্রলয়ের আড়ালে নয়তো

উচ্চতম অট্টালিকার ছদ্মবেশ ধরে ।



এই তো ভাঙতে ভাঙতে, গড়তে গড়তে বড় হচ্ছে পৃথিবী –

জন্ম থেকে মৃত্যু, সৃষ্টি থেকে লয়ের অনিত্য সমীকরণে

স্থির বয়ে যাচ্ছে অস্থির সময় । নিয়মমত, নিয়মিত ।





No comments:

Post a Comment