জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

আমিনুল ইসলাম




নিষিদ্ধ বর্গক্ষেত্র 
======================



বর্গক্ষেত্রের ভিতর চলাফেরা নিষিদ্ধ হলে
অনায়াসে ত্রিভুজে প্রবেশ করি। বর্গক্ষেত্র
কোনাকুনি ভাগ হয়ে গেলে অর্ধেক ক্ষেত্রফল
উল্টে যায় নদীর চরাচরে। টিফিন বক্স সেয়ার করে
বিকেলের পড়ন্ত আলো। আমাদের মুখোমুখি হয়
কিছু শনিবার, পাখির অন্তরঙ্গতা আর হাসনুহানা।
জল ছুঁয়ে নদী কুলে ভিজা পায়ের অবসর।
বিবর্ণ অন্ধকার জাগে, শোবার ঘরে পলাশ ফোটে মধ্যরাত। একটা সবুজ রঙের সকাল খুলতেই
ঢুকে যায় নীল হাতছানির ভেতর।
নিঃশ্বাসের তাৎপর্যে লেগে আছে ঘামের তথ্য প্রযুক্তি।
থেমে থাকা রেল লাইনের বুকে চলাচলের তীব্র
উন্মাদনার পাহাড়ী ঋতু স্খলনের লাল বাঁশি।
নদীর বুকে আঁকি বর্গক্ষেত্রের জীবন কথা, ঢেউ
ভেঙে ত্রিভুজ হয়ে স্রোতের তাৎপর্যে ওঠে তুষারপাতের মৌলিক জীবন। একটি
সমান্তরাল যৌনতায় ছড়িয়ে রাখি
শস্যদানা।






কন্ডোম চরিত্র কথা
===================



জীবদ্দশায় শীত ও তাপ নিয়ন্ত্রিত সংরক্ষণ
বিক্রিত হচ্ছে বৈধ ও অবৈধ জন্ম নিয়ন্ত্রণ
শালীনতার শব্দ গুলো নিয়ে বাক্যরা আর
হাঁটে না পথে, তাই এই বিলাস বহুল সম্ভ্রম।
অশ্লীল শব্দ চয়নে ব্যস্ত আঙ্গুল তোমার
আদরে বিলি কেটে দিচ্ছিলো






No comments:

Post a Comment