জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

পল্লব তেওয়ারী




বাতিস্তম্ভ
================

জল থেকে জন্ম নেওয়া
এক একটি বুদবুদ উঠে আসে,
মিশে যায়
বাতিস্তম্ভের আলোকরেখায়

দূর নাবিকের গায়ে জলীয় বাতাস
ঢেউ ভাঙা সমুদ্রের গন্ধ মেখে
সমান্তরেখায় চলে আলোর নাবিক

আলো আর জলের খেলা প্রতিদিন দেখি
আবর্ত তৈরি হয় মনে
জলের আড়াল থেকে উঠে  আসে সমুদ্রবিরহ
বিক্ষিপ্ত বিন্দুর মতো
মিশে যাই----
বাতিস্তম্ভের আলোকশিখায়।   





সম্পর্ক
=================

জল মাপছে একটি বাঁশের সাঁকো
জোয়ারের বাড়ন্ত জলে
নদীর সাথে সখ্যতায় আবদ্ধ হই
যতক্ষণ জল ততক্ষণ সম্পর্ক
সব জলটুকু নেমে গেলে
এবার সম্পর্ক হবে তারায় তারায়।





বসন্ত
====================

নিঃশব্দে হেঁটে যাই
প্রবহমান শব্দের ঢেউ আছড়ে পড়ছে
আমার বিগত শৈশবে
আমার জানালায়

ঢেউয়ের আড়ালে থাকা বিচ্ছেদ
ভাঙতে ভাঙতে এগিয়ে যাচ্ছ অদৃশ্য নাবিক
বিচ্ছেদের ওপারে আছে ঘুম

এখন আমার জানালায় বসেছে একটা পাখি
কলরবে মুখরিত বারান্দা      
দূর থেকে ভেসে আসছে বসন্তবাহার।





No comments:

Post a Comment