জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

আলিমন নেছা মনি



কলঙ্ক থেকে মুক্তি দাও  
========================


রাষ্ট্র এখন নিঃশব্দতার ব্যাথায় কাঁদে
কাঁদে গভীর রাতের ফিনিক্স পাখি
গাছের লতাপাতা ফুল মানুষের ভুল।
প্রবাসে,অপ্রবাসে বসে দেখি তার ধস
গোধূলি সন্ধ্যায় কাঁদে বেদনার বাতাস ।
রাতের আকাশে জেগে থাকা তারা
নীল সমুদ্রের জোয়ারে নেমে আসে
স্নানরত ভঙ্গিমায় জলের শব্দ তোলে
ভবিষ্যতের অনুপ্রাসে ভাসতে ভাসতে
কুলকুল করে বয়ে চলে দুঃখের কষ্ট
অস্থিমজ্জাহীন কান্ডের ঝরা পাতায়,
যখন জীবন হয়ে উঠে অতিষ্ট
বিশ্রুতি ঘুমন্ত আলোর বিপরীতে
নিজের দেহটাকে উত্তপ্ত গলিত করে
মাথা গোঁজাবার জন্য চায় বাসস্থান
ক্ষুধা মেটাতে ছটফট করে চায় অন্ন
খুলে যায় নিমগ্ন দুপুরের পোশাক
যখন দস্যুর ন্যায় নেমে আসে বেকারত্ব
যমদূতের ঈশারায় পাঠ করি সূরা 
অার যত্নে লালন করি অপকর্ম 
জল্লাতের রুপে দেখি- নিজেদের হাত
বাজাই মৃত্যুর পরিকল্পিত সুরে
বীভৎস্যতার তৃষ্ণার্ত বেহালা।
রক্তের লাল বর্ণে দামী আততায়ীর গন্ধে
দেশ ভ্রাতাগণ নামী দামী পোশাক পড়ে
ধর্ষিত করে আমাদের মৌলিক স্বাধীণতা।
এরপরেও উচুঁস্তরের---
অন্ধসমাজপতিগণ মুখ বুঝে থাকে
কুলুপ এটে দেয় জ্বলন্ত প্রতিবাদীর ঠোঁটে।
কেটে নেয় তর্জনির আঙ্গুল
কেড়ে নেয় কালো কালির কলম
বন্দী করে দেয় বিদ্রোহীদের সব বিপ্লব
একাত্তর, বাহাত্তর,বায়ান্নর চিন্তা শক্তিকে
রাক্ষসের মুখে ঠেলে দিয়ে তামশা দেখে
তাদের পকেটে ভরায় ঘুষ দূর্নীতির টাকা।
এসো হে ভুল পথের যাত্রীভাই ----
আন্দোলন ,রাজনীতি,দেশনীতি, গনতন্ত্র
এসো আমাদের গিলে খেয়ে রক্ষা কর শাসন
চালাও বুকে টিয়ারশেলের ঝাঁঝালো গ্যাস
ধুকে ধুকে মরে যেতে চাই  আমরা আজ
তবুও যেন কলঙ্ক থেকে মুক্তি পায় রাষ্ট্রভাষা।




No comments:

Post a Comment