জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সফিকুজ্জামান




প্রশান্তি নেই
=========================


যখন পাখনা মেলে উড়ে যায় দূরে
মুহূর্তের ছায়া
চেতন-অবচেতন জুড়ে ভাবনার জট
নেমে আসে
কোথাও প্রশান্তি নেই আঁকাবাঁকা পথ
স্মৃতিময় ভেস ওঠে বনলতা সেন
নক্ষত্র তোরণে তার আঁকা ছিলো মুখ
শ্রাবণের মেঘে ছিলো ঘণ কালো চুল
সময়ের ঢেউ এসে মুছে দিয়ে গেছে
অচেতনে হাঁতড়িয়ে পড়ি। 

অর্ধেক কালের সাধু কপট বন্ধুর
দুকূলে ভাসানো    
আমার নিত্য কালের দোলন দড়িতে ঝোলা
মাঝে মাঝে মনে হয় ঢের ভালো ছিলো
তালপাখা-খেজুর তালাই
আদিবাসী অনার্য সমাজ।





No comments:

Post a Comment