জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

প্রসুন কুমার মন্ডল




শূন্যের অপেক্ষা
===================


মধ্যবিত্ত বেকারের প্রেমহীন অ্যাকোরিয়ামে
রঙীন মাছের দৃশ্য বেমানান
জয়ী নামের মেয়েটার সাথে বহুদিন দেখা হয়না
সন্ধার সাথে নিকোটিন বাড়ছে বাতাসে
তোমার সাথে সম্পর্ক এখোন ব্যাস্তনুপাতিক
স্মৃতি অনুঘটকের দায়িত্ব নিয়েছে
থাক আর মানিয়ে নেওয়ার ব্যার্থ চেষ্টা করে লাভ নেই
দৈর্ঘ্য কমছে দীর্ঘশ্বাষের
বয়স মাপার যন্ত্রে সময় প্রায় শেষ
শূন্য হওয়ার অপেক্ষায় আছি।







                   
 আত্মদংশন
==================


রং চটা ট্রামে বিজ্ঞাপনের ভিড়
সস্তা স্ট্রীট ফুটে জমছে নতুন প্রেম

শরীর ছুঁয়ে উষ্ণতা মাপার অধিকার আর নেই
হয়তো তুমি আর ফিরবে না

আত্মদংশনে আমি ভিষন সফল
তবুও বিষের অভাবে বেঁচে আছি

কোনো এক বিকালে রুমালটা ফিরিয়ে নিও
তবে গন্ধটা ভুলতে বলোনা

যদি আবার কখোনো ফিরে আসো
দেখবে অপেক্ষাকে অভ্যেস করে নিয়েছি।



               

No comments:

Post a Comment