জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সন্দীপ ভট্টাচার্য




গোপন
================
      

ধর্ যদি এমন হয়,
তুই আমার শরীরে ছিটিয়ে দিলি পারসি আতর
আর কোনো একজন,যে দেখেছে আমার 
রাত্রি বুকের জোনাকী আনচান
অথবা অপূর্ণ প্রেমের বৃথা পিছুটান
কামড় বসাতো মায়াবী চাঁদ হয়ে,
তবে কি লজ্জাবতী 
লুকিয়ে নিতিস বুকের গন্ধ?

আমি অভিসারী পুরুষ,
নিস্তব্ধতায় কান পাতলেই শুনতে পাই
শিউলির পায়ের শব্দ
এমনকি প্রজাপতির নিঃশব্দ উড়ে যাওয়াও
নজর এড়ায় না আমার
তাই যত মঞ্জরী গজিয়ে ওঠে বাসন্তী মাটির বুকে বুকে
ভিজিয়ে দিই অক্লান্ত বৃষ্টির দমকে

ধর্ যদি এমন হয়
সব কিছু জেনেও তুই মেনে নিলি আগুনে নীল
তবুও কি হতে পারতিস 
আমার সুরেলা গোপন?







হনন কাল
==================     

মজ্জায় মজ্জায় নীল সন্ত্রাস 
আমার এগিয়ে যাওয়া হনন কালের দিকে
এইখানে এই দলদলে দাঁড়িয়ে
ভুলতে বসেছি কে আমার কপালে এঁকেছিল প্রথম চুমু
আর আমি কার গালে।
ক্ষমা করো জন্মদাতা সূর্য,
ঘুমপোশাক খুলে ফেলার আগে
আমি মত্ত ছিলাম জোয়ারের সাথে সঙ্গমে
তাই শরীর জুড়ে এখন শুধুই ক্লান্তিময় দূরত্ব
দূরত্ব আকাশের সাথে
দূরত্ব নদী পাখি বৃক্ষরাজি প্রজাপতির সাথে

অন্ধকার কে উপেক্ষা করার ক্ষমতা নেই
হে আদিপিতা, তুমি বাতাস দাও
আমি আকাশগঙ্গা পেরিয়ে যাই
কফিনের ভিতর আত্মা কেঁপে উঠুক যন্ত্রণার আর্দ্রতায়।
অসীম গভীরের কালো আচ্ছাদনে 
তাকিয়ে আছে যে নক্ষত্ররা নির্বাক
ওদের কে জানিয়ে দিও
আমি অনেক কথা বলতে পারিনি।






No comments:

Post a Comment