জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

দেবাশিস তেওয়ারী


বুলি
================

শেখানো থাকে না কোনও বুলি
শুধু মন্ত্র উচাটন জমে জমে ক্ষীর হয়ে গেলে
দ্বারপ্রান্তে পড়ে থাকে বাক্যহীন খুলি। 
তান্ত্রিকেরা তাকে আজ নিয়ে যাবে অন্য কোনও স্থানে
তন্ত্র-মন্ত্র কে কাকে শেখাবে?
একগুচ্ছ ঠান্ডা হাওয়া এইসব ভাবে।







পথিক
==================

রাতের আশ্রয় থেকে সরে আসা পথিকের হাওয়া
নিম্নস্বরে কথা বলে। কথাগুলো এঁকেবেকে
বৃষ্টি হয়ে ভেসে গেলে সমূহ স্বপ্নের উচ্চারণে
তন্ময়তা আসে।

রাতের আশ্রয় থেকে তুলে এনে তাকে পুকুরে ভাসাই
পথিকের গন্তব্য উপেক্ষা না করে





No comments:

Post a Comment