জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অনুপ বৈরাগী




আমি সজল দা কে চিনি না
======================



শুনেছি নন্দন চত্বরে
ম্যাগাজিনে মুড়ে "কবির কান্না" বেচতেন

কেউ মাড়িয়ে গেছে ছায়া
কেউ এড়িয়ে গেছে ঘাম জামা

আমার তো চোখেই পড়েনি কোনোদিন
সেই অতিসাধারণ : হকার শরীর

বিনোদনে গলা ডোবা : ঘন নন্দন :
মুখোশ মানুষ
সময় ফাঁকি দেওয়া কোনো চোখ
কখনও তাকায়নি ~ আমারই মত

ম্যাগাজিনের ঠোঙায় চপ মুড়ি খেতে খেতে
সন্ধ্যের খবরে ভেসে ওঠে তামাটে জীবন

টেনে হিচড়ে : চলন্ত ট্রামে
মানুষকে শরীর করছে আগামীর বিকাশ 

ঠিক তার পরেই বেচু বাবুরা
আমাদের সজলদা কে চিনিয়ে দিলো 
অপরিচিত ~ চেনা আত্মজন !

একটা চাতক বর্ষা দিন
একটা অযাচিত দীপ নেভার রাত
পাতায় পাতায় জলের ঝাপটা...

প্রশ্নের খাদে ভাজ হয়ে গেলো : অযুত প্রশ্ন

চোখ তুলতেই আয়না বললো...
এই সজলদাকে আমি চিনি না 







No comments:

Post a Comment