জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

রণজিৎ পাণ্ডে





স্যারেন্ডারের হল্লাবোল
========================



নির্দিষ্ট গণ্ডিতেই আটকে যাচ্ছে  এলেমগুলো

অথচ আমার সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না 
       কারণ আমি  অন্যত্র বন্দি ছিলাম 

রাজনীতির  এলোমেলো হাওয়ায় গড়ছে  আস্তিক মন 
মানবিক স্বপ্নগুলো তাই আত্মরক্ষা করতেই বিধ্বস্ত 

আমি যখন ক্রমানুসারে যুক্তিগুলো সাজাচ্ছিলাম
ওরা বলল, অবিশ্বাসীর মুখ বন্ধ করে দাও
           খুন করে  দাও  নির্দেশ মত

তখন আমি তন্ন তন্ন করে স্যারেন্ডারের দর্শনই  হাতড়াচ্ছিলাম 
দেখলাম তোল্লাই কৌশলগুলোই বিশ্বাসীদের অক্সিজেন 
                 যা দাঙ্গার জন্য অনন্ত ছুট

যেখানে  নেড়ি  কুত্তার   বোটকা  গন্ধে নাক ধরতে বাধ্য হচ্ছিলাম 

সেখানে  ওরা ঘিলু খুলে নেমে পড়ছে অনায়াসেই 
  এবং   নির্দ্বিধায়


অতএব সিরিঞ্জ থেকে হাওয়া বের না করে দিলে বিপদ মুক্তির সম্ভাবনা থাকে না 





No comments:

Post a Comment