জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সিঞ্চন




১)   যদি আজ 
================

যদি আজ, ব্যস্ত শহরে বৃষ্টি নামে,
যদি আজ, অবাধ্য প্রেমিক তোমায় খোঁজে,
যদি আজ, ধুলোময় গল্প সত্যি হয়,
তবে তুমি ফিরে এসো, জমানো কবিতার শেষ ছন্দে।

যদি আজ, ঘুমপাড়ানি গান তোমায় ডাকে,
যদি আজ, বাঁশির সুর খোলা আকাশে এগিয়ে চলে,
যদি আজ, একমুঠো রোদ্দুর তোমায় ছুঁয়ে যায়,
তবে তুমি ফিরে এসো, কোনো এক প্রিয় স্বরলিপির সুরে।




২)    জীবন্ত হোক আজকে অতীত
========================

নীল সমুদ্র আজ নীরবে একলা দাঁড়িয়ে,
বিষণ্ন দুচোখ তোমার সেদিকে।
অজান্তে হারিয়ে ফেলা অতীতটাকে-
একবারও কী ইচ্ছে করে না, ফিরে তাকাতে?

রাতের কিনারে জমা নিঃসঙ্গতা,
আজ ক্রমশ গ্রাস করেছে তোমায়।
রূপকথার চরিত্ররা ফ্যাকাশে ভীষণ,
নোনাধরা দেওয়াল যেন অজান্তেই আক্রান্ত।

একাকীত্বের আড়ালে একে একে মুছে গেছে স্বপ্নগুলো।
তলিয়ে গিয়েছো তুমি গভীর জলের তোরে।
তুমি কি সেদিন সত্যিই পারতেনা, 
অতীতের কাছে নতজানু হতে?





No comments:

Post a Comment