জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

আফজল আলি




যেমন ছিল রাত
==========================


পৃথিবীর দূরতম দেশে আত্মহত্যাগুলো ভেসে ওঠে 
মানুষের রক্তে তখন নেশার মতো খুন 
বেঁচে থাকার শিরোনামে এ সবের কথা গুরুত্ব পায়নি কখনো 
পাখিরা উড়ে গেছে , মোমের থেকে গলে গেছে মন 
সকল দুঃখ , প্রতীক্ষার অন্তরালে সাবেকি এক ক্ষণ 
ভালোবাসাগুলি পুকুরের জলে কালের গর্তে বিলীন 

এরকম কেন হয় কবিতা না লিখলে মৃতপ্রায় লাগে 
যেন জড় পদার্থ ঘিরছে শরীর 
মেঘেদের ভাষা তারাদের হুমকি লিপিবদ্ধ করবে কে 
ওরা ফিরে গেছে 
কল্পনাপ্রবণ ছিল ওরা 
তখন দক্ষিণদিক 
কষ্টের রঙ লাল হয়ে ছড়িয়ে পড়ছিল ঘরে 
অনেক অনেক ভুল ছিল সেখানে আমাকে বোকা বানানোর 
বেষ্টিত হচ্ছে রাত , আরো ঘুম যেন নির্বিকার 
আমার প্রাণের কাছে জড়ো হয়েছে বিপ্রতীপ বিষাদ 
ওষ্ঠ-বিনিময় আত্মঘাতী হতে পারে এ সময়





শব্দ কোলাজ 
===================================

প্ররোচনাগুলো উসকানি দেয় । এমন ভাবের ঘোরে নিরন্তর প্রয়াস । জানি না জানি না , এ সব ভ্রান্ত ভালো থাকার মধ্যে নিজের ই সুখ বোধ । এই আমাদের হাতছানি , এই আমাদের ভাবনার ভাষা । এমন কবিতা কি লিখতে পারব যা মোহিত করে রাখবে , যা মানুষের সাথে চলতে চলতে পথ হারাবে।
আর্তনাদে ঘুম ভেঙ্গে যায় । আবার চিৎকার হবে জেনে জীবন নিয়ে পালাচ্ছে । ভিতরে সম্ভাব্য সকল প্রয়াস । তোমারও রক্তক্ষরণ হলে কবিতা দিয়ে গণতন্ত্র বাঁচানো কী সম্ভব । রাত ক্রমশ ভয়ের দিকে নিয়ে যাচ্ছে । শব্দগুলো তুলতে আর কাঁটা চামচ লাগে না । ঠিক কী লেখার জন্য অপেক্ষা জেগে থাকে রবীন্দ্রনাথ জেনে ছিলেন । আমার কোমরের মাপ , আমার কব্জির জোর একজন ব্যর্থ লেখক হওয়ার জন্য যথেষ্ট , তবু আমার শেষ কলমটি মৃত্যুর আগে গিয়ে থামবে কথা দিলাম । রাত্রির চেয়ে নির্ভরযোগ্য ব্যথা সুরাহার সেই ঘুম যেন উর্দি পরেছে সেনা সাজাবার







No comments:

Post a Comment