জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

নিশীথ ভাস্কর পাল





১)    শ্রমিক 
============================


কোনো গাছই আজকাল শ্রমিক হতে চায় না 

মাটির গভীরে ঠোঁট রেখে তুলে আনতে চায় না অমৃত 

বাতাসের অন্দরমহলে নিঃশ্বাসের ঘুড়ির সুতো ছাড়তে চায় না 

পুরোনো পাতা ঝরাতে চায় না,  নতুন পাতার জন্মের কষ্ট চায় না 

রোদের তাপে নিজেকে পুড়িয়ে শুদ্ধ করার যেন দায় নেই 

সবাই শ্রমিক খুজছে, সবাই শ্রমিক থেকে পালাতে চাইছে 

অথচ আজও বিপ্লব রাস্তায় রাস্তায় শ্রমিকের খোঁজে !






২)   কথা 
===========================

এতকাল ধরে কোনো কথাই লেখা হয়নি 

কাগজের উপর কিছু ভাসমান কালো মেঘ 

আমার চলে যাবার দিন গোনে লুকিয়ে লুকিয়ে 

আমার হাত থেকে মুক্ত হলেই তারা শ্বেত চন্দন হতে পারে 

তারা  বৃষ্টির রূপ নিয়ে নেমে আসতে পারে বাস্তবে 

তারা ঘরছাড়া বাউলের  একতারায় সাধনা হতে পারে 

এইসব কালো মেঘই হয়তো একদিন আমাদের  কথা হয়ে উঠবে !






৩)   সমর্পণ 
===========================

তোর হাসির জলপ্রপাতের শব্দে রোজ ঘুমিয়ে যাই 

তোর আঁকা পরিগুলো সোনার কাঠি 
রুপোর কাঠি বুলিয়ে দেয় কপালে 

ঝুরি নামা বটগাছটা মাথার পাশে এসে দাঁড়ায় 

তালপাতার বাঁশি বাজে আমার স্নেহের বৃন্দাবনে 

কাশফুলগুলো মাথা নাড়ে বুকের গভীরে ঢেউ খেলে খেলে 

চিন্তার রেলগাড়ি হাই তুলে থেমে যায় তোর শিউলী সুগন্ধে 

একটা পানসি নৌকা মাঝ রাতের ঘুমের পাশে নোঙর করে 

যে কোনো স্নেহের যুদ্ধের সামনে আমি সমর্পণ খুঁজি ...





No comments:

Post a Comment