জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

রুমা ঢ্যাং অধিকারী

সৎ ভোগ : একটি বিস্মৃত পণ 
=======================


১/

গনগনে রোদের জটায় বিঁধে গেছে ক্লান্তি
ফেকমেঘ দেখে জলচ্ছায়া খুঁজে বেড়াই

মাঝে মাঝে অজ্ঞাত অভিযানে নামে উদ্বায়ী হাওয়া 
আর খরার বোঝা নিয়ে চুঁয়ে পড়ছে বিশিষ্ট স্বরাজ

আসন্ন এই ঝুঁকে পড়া গ্রীবাদেশে 
নতুন করে আর নাইবা শালিখে মোহময়ী হলাম! 

ফড়িঙের উলঙ্গ শ্বাস জমা হচ্ছে গলিতে গলিতে 
                     এবং আশেপাশের দলীয়করণে 
   
  


২/

নীল শরীরের টুংটাং ঘুমিয়ে 
কেননা বিবর্তনপ্রান্তে ধুয়ে গেছে জাগ্রতের অভিধান

তার চেয়েও কঠিন খড়্গ হাতের মুদ্রাটি
যে হাতে সমস্ত শিকড় উপড়ে ফেলা যায়
অথচ আমরা শুনতে পাই কাঠের ঘোড়ার গান  

পা মিলিয়ে মেলাতেও যাই আবার উৎসবেও
আর ফিরে এসে বলি
       বছরের অভিব্যক্তি জমা হচ্ছে প্রতিদিনের হুজুগে উৎসবে



৩/ 

মাথার ওপর হারিয়ে যাওয়া ডাকবাক্সের অভিজ্ঞতায় যারা 
ভুয়ো ছালের পোশাক পড়ে
মোরগলড়াই হাটে দেখি
             প্রজন্মকে অশান্ত করে
         তারা ফুরিয়ে যাওয়ার দিন কাটছে

শেষ বাতিটির অস্থির এই মহাশূন্য ভরে উঠেছে টিয়ার গ্যাসে 
আরক্ত স্রোতে তোমাকে শঙ্কিত করেই
              পুঁটিছানার এখন অনাথ হওয়া

নটরাজের ভঙ্গিতে দুলে উঠছে সৎ ভোগের বিচারকক্ষ
নেভা আগ্নেয়গিরির বদলে 
     তবু দাঁড়িয়ে থেকো ভ্রমের অরণ্যে 
                      
         



     
           
        
        


No comments:

Post a Comment