জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

জয়ন্ত চট্টোপাধ্যায়




জলকথা
===========================


উভলিঙ্গ নদীটি জানে প্রবল বিক্ষোভ নয় এখন বিশ্রাম
শরীর মেলেছে জল পলি আর বালি জলের শিশুরা
আত্মীয় মুখ আলবিলি কাটে অনাবিল সুখের দাপন।

শঙ্খিনীর শূন্যতা আর পৃথুলার ভরা কলশের গল্প
হারানো দিনের আলোয় প্রত্নকথার ধূসরে বিলীন।
চুড়িদের টুংটাং কতকাল শোনেনি সে ললিতাবিলাস
দু একটি প্রক্ষালন আর চ্যাঙমাছের পিছল দীর্ঘশ্বাস 
চালকল আর তো বাজে না ফুল ফুল শিশুপা ধারাপাত
নেই ছাই বা বিষবায়ু ওড়ে না নেশাগ্রস্ত নাক তাকে চায়? 

আজও দুঃখের রুক্ষপা পাতাকুড়ানি মাসি চোখেমুখে
নদী মাখে তৃপ্তির হাসিটুকু গেঁথে রাখে চোখের ভেতর
সাময়িক বিরহ ভাসায় শ্রমজীবী মেয়ে মৌন ক্ষোভ
ছলনার রঙ চেনে প্রতিশোধ শেখেনি খরজল .....
পাতার আদরমাখা আগুন মাটির বিপাকে রাগ ভাঙে
ডোবানো বন্যায় যত বিচারকৌশল প্রতীক্ষার পাক।









No comments:

Post a Comment