জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সুদেব রায়




উড়ন্ত সব জোকার
====================

থমকে গিয়ে, আবার চলতে শুরু করি
উড়ন্ত সাইকেল চড়ে হাওয়া ভর্তি মুখের গর্তে 
ঢুকে পড়ি । নকশাল নকশাল খেলার জোঁক 
মাটি কামড়িয়ে পড়িয়ে আছে , ফড়িং ডিঙিয়ে ।

পয়েন্ট অফ ভিউ তেড়ে আসে টক ঝালের দোকানে
উইপোকা জানালা ভেঙে ঢুকে পড়ে কনডমে
মুখ খুলতেই ডাস্টবিনে একগাদা মোমবাতি নিবে যায়
উড়ন্ত সব জোকার ময়ময় করে মাছির মত ।

ডানে বামে তাকিয়ে আবার থেমে যাই 
লোহা কাটা জল গিলে শুয়ে আছে একদল বুভুক্ষু 
হোঁচট খেয়ে কোমড় ভেঙে গেছে শক্ত হাতদুটোর
এক একটা উড়ন্ত জোকার , উড়ে গাধার মত।





No comments:

Post a Comment