জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

জ্যোতি পোদ্দার




পাখি ও আমি
==================


পাখি দেখা ও দেখানোর চেয়ে
                        ভালো লাগে পাখি শিকার।

পুলকিত হই;
লোভের জলে আলজিব নেচে ওঠে।
টুং টাং  টাকরার শব্দে নেচে ওঠে শরীর।
নির্ভার পালকশরীর নিয়ে আকাশে আকাশে
উড়ি ও ওড়াই আমার আমোদিত আহ্লাদ।

আহা! পাখি-- মাংসল পাখি
                                 কষানো মাংসের পাখি 
গুলির ছড়রা লেগেছে বুঝি !
রক্ত ঝরছে খুব -- তাই না?

আমিও পাখি তোমার মতো----
এখন যে শরীর দেখছো সেটিও মর্গেজ
কিংবা বলতে পারো ওয়ারলেস শরীর; 
                                      নেট কভারেজে বন্দি।
আমার বটে তবু আমার নয়

তোমার জলরঙে আঁকা আকাশ
আর আমার পৃথিবীর মাটি
একটিও তোমার কিংবা আমার নয়--

একদিন তুমি উড়ছিলে
আমি খুন করেছিলাম তোমাকে
একদিন আমি মাটিতে রেখেছি ঘোড়ার পা
আমি খুন হয়েছিলাম

খুন আর খুনি মুলত একটি মুদ্রা
অথবা পণ্যজীবির নিছক পণ্য





No comments:

Post a Comment