জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

অভিজিৎ দাসকর্মকার




শরীরের তাপমাত্রা থেকে
========================


দুঃখের থেকে জন্ম নেয় অকেজো মনের  আত্মসমর্পণ 
আর,
সাবান মাখার পরও পচনের গন্ধ আসে নিঃসঙ্গ  শরীরের তাপমাত্রা থেকে___

আস্থা কুড়ানো দেহতত্ত্বের অজ্ঞানতায় যদি ভুল শব্দরা সংগত করে!
আমি স্ত্রী-লিঙ্গেই সম্পৃক্ত হবো,আর
বীর্যেরা শল্কমোচন করুক না ট্রপোস্ফিয়ারে__






বিষন্ন নৈতিকতা
========================


সময় ছিল নির্ধারিত কল্পনার আওতায়,এখন চোখেরভাষা উদারতার শীতার্তে, ইন্দ্রিয়লিপ্সা উচ্ছৃঙ্খল শরীরের কিছু নিস্তরঙ্গ ব্যঞ্জণবর্ণ মাত্র---

বিছানার সমাপতনে অভিযোজিত হচ্ছে 
বালিশের নীচের সন্ধে,উৎসুক পতঙ্গটিকে খাচ্ছে প্রতিবেশীর গীতি-আলেখ্যটি...
তোমার জিভ জড়লিঙ্গে পরিনত হচ্ছে____

মূল্যবান বশ্যতার কাছে নতিস্বীকার করে
রোধাঙ্কের হাসি,বিষন্ন নৈতিকতা___

আর কিছুক্ষণ পরই, সমস্ত মানসিক বিষয়টা সমাপ্ত করলো গভীরে যাবার ঘুম...







অভিযোজিত করেছে
=====================



আমাকে পাগল করতে চাইলো 
যে মুহুর্তটা প্রমানের সংকীর্তনে___

ব্যবচ্ছেদে সে নিজেই বিষন্নতায় ডুবেছে, 
হাতে সম্মেলনের পতাকা...

পরজীবীকে নিজের মেমব্রেনে স্থাপন করেছে
আর 
বালিশের অন্তরালে সারবস্তু দিয়ে চলেছে__

নিজেকে ইতিহাসের ফিসফিসানি বৃত্তে অভিযোজিত করেছে__

প্রত্যাখ্যানের প্রতিচ্ছবি বিপ্রতীপ কোণ হয়ে দাঁড়িয়ে নিজেরই ছায়া___









No comments:

Post a Comment