জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

মতিউল ইসলাম





থার্মোমিটার 
========================
   
কম্বল গায়ে তোর উষ্ণতা মাপছি বললেই লিটার মিটার কিলোগ্রাম এসে ভিড় করে,
ভিড় হলেই ট্রাফিক পুলিশ আসবেই,
রাস্তা পার করার পারাবার হিসাবে। 
শীতের সাথে জলের একটা বিয়োজক সম্পর্ক
আছে, হিমশীতল উষ্ণতা থেকে একমুঠো জল
তুলে নিলেই সোনা রোদ্দুর। 
কম্বল টা হয়তো কোন বনমোরগের পালক দিয়ে তৈরি,
স্পর্শে ভাসতে থাকি মায়াবী আলোয়।
আলো আর আঁধার পরস্পরের শত্রু
আগুন আবিষ্কারের আগে থেকেই,
প্রদীপের নিচের অবস্থান টা চিরন্তন।
তোর উষ্ণতা মাপতে গিয়ে কখন যেন
থার্মোমিটার হয়ে গেছি,
নরম প্রজাপতির মতো স্বপ্ন গুলো পারদ।







No comments:

Post a Comment