জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সুমন কুণ্ডু




ঋতু সংবাদ 
===============
          ১ । 

ওদিকে দূরত্ব ভরাট করছে  মন 
 পৃথিবীতে এখন মরশুম, রুদালি  

সর্ষেক্ষেতে দূষণ 

প্রজাপতিদের মহল্লায় 
 ধর্মঘট এখনো 

          ২ । 

কিছুটা অদৃশ্য ভর করেছে 
 সময় মাঝরাত 
সুদূর আকাশে অন্য রং 
কাছেই, অশরীরী আঙুল 
      তোমাকে আঁকলো 

         ৩ । 

ফিরে তাকানোর ফিসফাস থেকে 
আপাত সুস্বাদু রাত 
 ক্ষান্ত হতে 
আলগা করে অক্ষরের বুক 

আমার  একটা দুপুরও ছিল  
রেওয়াজের, খাতার কাছে 
    তোমাকে ডাকার 

        ৪ । 

 তবুও নালিশ 

মসৃণতা কবে সরে গেছে 

বরফ জিইয়ে রাখে সব 
জলের উপর কথা ভাসে, জমাট জমাট 
টের পায় সমুদ্র, ঢেউয়ের শব্দ ফুরোলে 

        ৫ । 

প্রতিফলন 
         গড়াতে 
                গড়াতে 
                     দুমড়ানো 
     
 তুমিও 
       বিশেষ 
              মেঘ 
                     লিখেছ    

আর, ভালোবাসার উৎসবে 
 এসব দাগ ধুয়ে দিতে 
        মৌসুমি বায়ু এসেছে 







No comments:

Post a Comment