জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

নাসির ওয়াদেন



মুখোশ 
===========          

সুখ-দুঃখের বলয় থেকে সূর্য ওঠে,,,,

মৃত্যু উপত্যকা রাত্রির চাইতে ভীষণ ভয়ংকর 
খিদে প্রতিটি পৃথিবীর কাছে বড়ো হুঙ্কার 

আকাশ ক্রমশ শীতল হয়ে যায় 
পাখি গান গেয়ে বিষাদ ভুলায় 
প্রতীচী প্রাচ্যে তবুও বিসম লড়াই চলছে 

কেউ কেউ মানবতার মুখোশ পরে ঘোরে 
একটা মুখোশের আড়ালে এক এক পুঁজি 

সুখ দুঃখের ভেতরে অন্য পৃথিবীর ছায়া দেখছি 
আগামী বর্ষপঞ্জীর বর্ণময় মুখে --
                       






 প্রাচীন ঘর 

=============                  

এক একটা ঘর প্রাচীন, আমাদের ঘর 
ভাঙা ফণা তুলে দাঁড়িয়ে 
সভ্যতার শেষ নিঃশ্বাস ফেলছে,,,,,

মৃত্যু নতুন করে আশ্রয় তৈরি করে 
বাতাসের শৃঙ্খলা মৃত্যুর পরোয়ানা বাহক
হাতে হাতে নতুন নির্দেশিকা, ভাঙা ঘর 

সভ্যতার বুকে ধারাবাহিক ইস্তাহার সাঁটানো 
ভোরের ধানসেদ্ধ গন্ধ শুঁকতে পাইনি কতদিন 

আসলে পাখির ডাক শুনতে পাচ্ছি না কানে 
শেকড়ে শেকড়ে নতুন ঘরের আস্ফালন 







No comments:

Post a Comment