জিরো বাউন্ডারি কবিতার তৃতীয় বর্ষ/ দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বর মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক মৌলিক লেখা পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্লগে অনুসন্ধান করুন

সুদীপ ঘোষাল




এক কামবিলাসির হত্যার গল্প
===========================


প্রেমিকের  লিঙ্গচ্ছেদে উদোম বিলাসিনি ভৌমজলে বঞ্চিত

আর একটু গভীর নিটোল  অরণ্যে  জ্যোৎস্নার ছৌ ঘিরে ভেজে কুমারী নদীতীর

তরোয়ালে কি ভীষণ কামরস সিক্ত রক্তকেলির অতৃপ্ত আঘ্রাণ

বিন্দু বিন্দু হিংসার চরম পর্যায়ে নিশ্চিত আাঁখির ইশারায় বন্দি সিক্ত, কাম

তরোয়াল  মোছে অপাপ স্খলিত বির্য

সাড়ে তেরো ইঞ্চি বড় ভূগোলের মানচিত্রে 

ঘিরে ধরে শুধু মাপের একক

এক সুষম বহুভুজের গল্পের পতন

ইতিহাস চোখ খোলে নিযুত বছরে নিস্কন্টক







পুরোনো বাদক
======================


তুলনা খুলেছে  মুখ নিঃশব্দ নির্জন

এগিয়ে আছে ভিতরে সাফল্য কখনও

তোরঙ্গ পোঁটলা ফেলে একাকি সন্ন্যাসী

বই পত্তর পুঁটুলি ভাষাদাস নিঃসঙ্গ একাকি

ঘাসের  সীমানা ছেঁড়ে  আজন্ম ঘরণী

রুটি রুটি গন্ধ মাখে পথচারি খিদে

টান টান সরলতায় চলে অভাবি পকেট

খামখেয়ালি সুর দোলে ফুটপাত জুড়ে

পইপই হা হুতাশ মাতে কলরবে

ঝিমঝিম পরিবেশ ছাড়িয়ে আদিগন্ত মাঠ

খলবল জলজ জঙ্গল, মহুল নেশায়...






বেঁচে থাকা
=====================


ভালবাসি ভালবাসি, বলে চিৎকার করছে দুপুরের কোকিল
অথচ নিজের ঘর নেই
অসংখ্য মানুষের ঠিকানাবিহীন অপেক্ষা
শুধুই বসে থাকা স্ট্যাচু

কত পথিক ঘুরপাক খাচ্ছে একই বলয়ে
পৃথিবী গোল বলে দেখা হয় বারবার

ভালবাসার অপর নাম বেঁচে থাকা
শুধুই বেঁচে থাকা 

     





প্রথম আলো
=====================


ফেসবুকে রাশি রাশি প্রতিশ্রুতি দিয়ে সময়ের  আলিঙ্গনে ভিজে যাওয়া আমার মন বলেছিল
হয়ত আরও কিছু বাকি...
হয়ত চাঁদ জেগে উঠবে নিশি রাতের আকাশে
হয়ত ছন্দে নাচবে হাওয়ায় ওড়া কৃষ্ণচূড়ার রেণু
হয়ত এর পরেই বামন হয়ে চাঁদ ছোঁয়ার সাফল্য...


হয় নি কিছুই,

তবু হৃদয় রাঙায়

ভ্যালেনটাইনস ডে তে পাওয়া গোলাপগুচ্ছ

 স্কুল ফেরৎ   ছেলেটার  সফল জীবনে

অপেক্ষারত, কিশোরী স্মৃতি, ধরে আজও পথচলা...

সে কি বলতে চেয়েছিলো চিঠির আড়ালে
অজানা গভীর সমুদ্র...

আজও ছেঁড়া কথার টুকরোমালা হাতে নিয়ে
মঙ্গলকামনায় কাটে নির্জন রাতের গল্প

আজও ছেঁড়া কথামালা বুকে জাগায় অতৃপ্ত  প্রথম আলো...   

একটু কোণে রেখেছে বিষাদ বাঁশির সুর

প্রেমিকা  নবরূপে বাঁচায় ছেলেবেলার
 হৃদকম্পন
নাকি একপেশে কুঁকড়ে যাওয়া অতীত নিয়ে পড়ে থাকে আজন্ম ঘরণী

জানা নেই লুকানো উত্তর কিংবা সেঁটে থাকা

 না পড়া পাতা...









No comments:

Post a Comment